প্রকাশিত: Thu, Dec 1, 2022 7:20 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:46 AM

দেশে একটা নতুন রাজনীতি দরকার

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: গত কয়েকদিন যাবৎ ইসলামী ব্যাংক নিয়ে ঘটে যাওয়া তেলেসমাতি কান্ড দেশবাসীকে হতবাক করেছে। এই সরকার আসার আগে ইসলামী ব্যাংক সুনামের সাথেই চলছিল। সমস্যা একটিই ছিল। সেটি হলো জামাতের সাথে এর সংশ্লিষ্টতা।

এই সংশ্লিষ্টতা ভাঙ্গতে গিয়ে ব্যাংকের শত্রু হয়ে এটি ধ্বংস করাতো দেশের জন্য মঙ্গলজনক ছিল না। ব্যাংকটিকে ঠিক করতে গিয়ে এমন লোকদের হাতে এটিকে দেওয়া হলো যারা এখন এটিকে প্রায় খেয়ে ফেলেছে।